কূটনৈতিক জোনে এহেন কান্ডের নেপথ্যে কি ?
এবার গুলশান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি
এবার গুলশানের কূটনৈতিক এলাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিউটিরত অবস্থায় একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ নভেম্বর) রাতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন রোববার গুলশান থানায় একটি মামলা করা হয়। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ গাড়ি চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ইতিমধ্যে ঘটনাস্থল এবং এর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করার অনেক দূর এগিয়েছে পুলিশ। দ্রুততম সময়ের মধ্যেই গাড়িটি উদ্ধার করা হবে।
গাড়ির তত্ত্বাধায়ক ও মামলার বাদী শাহাদাত হোসেন জানান, গত ২৩ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ এর ১৭ নম্বর বাড়ির সামনের অস্থায়ী পার্কিং অবস্থায় ছিল গাড়িটি। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব দপ্তরে দাপ্তরিক কাজে নিয়োজিত ছিল। সাদা রংয়ের প্রিমিও-১৭ মডেলের প্রাইভেট কার ছিল।
এজহারে গাড়ির ড্রাইভার মো. ওয়াসিম নলীর বক্তব্যে বলা হয়, রাস্তার উপর রেখে একটু দূরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান ড্রাইভার ওয়াসিম। ফিরে এসে দেখেন, যেখানে গাড়িটি রেখে গেছিলেন সেখানে নেই। পরে ড্রাইভার ওয়াশিম গাড়িটি আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে, তাকে মোবাইল ফোনে বিষয়টি জানান।
সেই ফোন পেয়ে তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান। নিজেও আশপাশের লোকজনদের সঙ্গে কথা বলেন। কিন্তু কেউই গাড়িটির বিষয় কোনো তথ্য দিতে পারেননি। তার দাবি অজ্ঞাতনামা চোররা গাড়িটি চুরি করে নিয়ে গেছে।
আপনার মতামত লিখুন