পাইকগাছায় রাতের আঁধারে ঘের দখলের অভিযোগ
খুলনার পাইকগাছায় রাতের আঁধারে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে ফিল্মি স্টাইলে মাছের ঘের দখলের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগীরা জানান, “গত ইংরেজি ৩১ ডিসেম্বর ২০২৪ রাত আনুমানিক ১১:৩০ মিনিটে লতা ইউনিয়নের একটি লীজ ঘের পাইকগাছা উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান এস এম ইনামুল হক ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আসলাম পারভেজ এর নেতৃত্বে দখল হয়।”
ঘটনার অনুসন্ধানে জানা যায়, উক্ত লীজ ঘেরটি দেলুটি ইউনিয়নের শিবপদ সরদার ও সত্যজিৎ সরদার লতা- পুতলাখালী মৌজায় ২০০৩ সাল থেকে লীজ ডীড মূলে ৫৪৮ বিঘা জমি ঘের করে আসছে।
ঘটনার বিবরণে সত্যজিৎ সরদার জানান, “গত ইংরেজি ৩১ ডিসেম্বর রাত অনুঃ ১১ঃ৩০ মিনিটে ইনামুল ও আসলাম ভাইয়ের নেতৃত্বে আমার লীজ ঘেরের বাসায় হামলা করে বাসায় থাকা অনুঃ ১,৫০,০০০ টাকা নগদ ও অনুঃ ৪,৫০,০০০ টাকার মাছ লুটপাট করে নিয়ে যায়।”
তিনি আরও বলেন, “এ সময় আমার বাসায় থাকা কর্মচারীরা ভীত সন্ত্রস্ত হয়ে জীবন নাশের ভয়ে আহত অবস্থায় পালিয়ে যায়।”
পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় লোকজন বলেন, ‘উক্ত ঘেরটি ২০২৩-২৪ সালে মোঃ মাশফিয়ার রহমান সবুজের নিকট থেকে লীজ ডীড ক্রয় সূত্রে শিবপদ সরদার ও সত্যজিৎ সরদার মৎস্য ঘের ব্যবসা পরিচালনা করে আসছে। আমরা এটাই জানতাম।’
এ বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে এস এম ইনামুল হক মুঠোফোনে জানান, “অত্র লীজ ঘেরটি আমি ও মাশফিয়ার রহমান সবুজ লতা-পুতলাখালী মৌজায় ৫৭০ বিঘা জমি ডীড করেছি। ইতোমধ্যে ২০২৫ সালের হারির টাকা পরিশোধ করেছি।”
তিনি আরও জানান, “০১/০১/২০২৫ তারিখ সকালে আমরা ঘেরে উঠি। এ সময় ঘেরের বাসায় কেউ ছিল না।”
আপনার মতামত লিখুন