ভারীবর্ষণ ও জোয়ারে জনজীবনে বিপর্যয় « বিডিনিউজ৯৯৯ডটকম

ভারীবর্ষণ ও জোয়ারে জনজীবনে বিপর্যয়

কে এম মাইনুল ইসলাম সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৩ | ১১:৪৯
কে এম মাইনুল ইসলাম সিনিয়র রিপোর্টার
আপডেটঃ ৪ অক্টোবর, ২০২৩ | ১১:৪৯
Link Copied!
বৃষ্টিপাতের ছবি -- বিডিনিউজ৯৯৯ডটকম

৪ঠা অক্টোবর ২০২৩ বুধবার, বরগুনা জেলায় তিনদিন ধরে ভারীবর্ষণে জনজীবন বিপর্যয় হয়ে পড়েছে। সাড়া দিনরাত একটানা বর্ষণ ও তীব্র জোয়ারে প্লাবিত হয়েছে রাস্তাঘাট ধানক্ষেত সহ খাল-বিল পুকুর ও নদী। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকের ধানক্ষেত।

কিছুদিন আগে কৃষকের বীজতলা কীটপতঙ্গের আক্রমণে নস্ট হয়ে গেছে। বীজের অভাবে অনেক জমি অনাবাদি হয়ে পরে আছে। এর পরে এখন এত আমনের ক্ষেত তলিয়ে গেছে। এভাবে আরও দু-তিনদিন থাকলে কৃষকরা ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা  রয়েছে। নস্ট হচ্ছে সবজির বাগান।

এছাড়াও তীব্র বর্ষণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলো গৃহবন্দী হয়ে আছে। এভাবে চলতে থাকলে খাদ্য সংগ্রহ করাও দুরূহ হয়ে যাবে। বেকার জীবন পার করছে জেলার অনেক মানুষ।

বিজ্ঞাপন

বিষয়ঃ: