খুঁজুন
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ, ১৪৩১

ডিভোর্স নিলেই ৬ মাসের জেল!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ
ডিভোর্স নিলেই ৬ মাসের জেল!

অদ্ভুত যতসব নিয়ম-নীতির জালে বন্দি উত্তর কোরিয়ার নাগরিকরা। কিছুদিন পরপরই নিত্যনতুন আইন জারি করেন রাষ্ট্রপ্রধান কিম জং উন। বাতিলের খাতায় চলে যায় জীবনের স্বাভাবিক সব কাজকর্ম।

উত্তর কোরীয় জনগণের চলাফেরা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন- সবকিছুতেই যেন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান কিম। এবার তার নিষিদ্ধের তালিকায় চলে এলো বিবাহ বিচ্ছেদ, এমনকি খাদ্যদ্রব্যও।

এখন থেকে দেশটির জনপ্রিয় স্ট্রিট ফুড ‘হট ডগ’ খেতে পারবেন না মানুষজন। শুধু পশ্চিমাদের খাবার হওয়ায় অন্যতম জনপ্রিয় এই খাবারে নিষেধাজ্ঞা জারি করলেন কিম। নির্দেশ অমান্য করলে অভিযুক্তকে কুখ্যাত শ্রম শিবিরে সাজা খাটতে হবে বলেও নির্দেশ জারি করেছেন তিনি।

কিমের নতুন এই নির্দেশে ক্ষুব্ধ হলেও টুঁ শব্দটি করতে পারছেন না উত্তর কোরিয়ার নাগরিকরা।

১৯৫০ সালে কোরীয় যুদ্ধের সময়ে মার্কিন সেনারা মাংস দিয়ে বিশেষ এক রেসিপি তৈরি করেছিলেন। কালক্রমে তা-ই ‘হট ডগ’ হিসাবে পরিচিতি পায়। এক সময়ে কোরীয়দের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠে ‘আর্মি বেস স্টু’।

২০১৭ সালে উত্তর কোরিয়ার ফুটপাতের খাবারের দোকানগুলোতে ’বুদায়ে জিগে’ নামে ‘হট ডগ’র আদলে তৈরি করা খাবার বিক্রি শুরু হয়। গত কয়েক বছরে তা যথষ্টে জনপ্রিয়তা পায়। কিন্তু আচমকাই মাথার পোকা নড়ে উঠেছে দেশটির স্বৈরশাসক কিম জং উনের। ‘হট ডগ’ এর মতো খাবার পুঁজিবাদের প্রতিনিধিত্ব করে এমন অভিযোগ তোলেন তিনি।

এর ফলে ’বুদায়ে জিগে’ (হট ডগের কোরীয় সংস্করণ) বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। কোনো দোকানে ওই খাবার বিক্রি হলে তার দোকান বন্ধ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন কিম। হট ডগ ছাড়াও উত্তর কোরিয়ার নেতা সসেজও নিষদ্ধি করেছেন।

এছাড়াও দম্পতিদের বিবাহ বিচ্ছেদের বিরুদ্ধে সতর্ক করেছেন কিম জং উন। বলেছেন, কোনো দম্পতি যদি বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা করেন, তাহলে তাদের শ্রম শিবিরে পাঠানো হবে।

উত্তর কোরিয়ায় বিবাহ বিচ্ছেদকে অপরাধ হিসাবে বিবেচনা করা হয়। সেখানে বলা হচ্ছে, যারা ডিভোর্স নেবেন তাদের অন্তত ৬ মাসের জেল হতে পারে।

সূত্র: নিউইয়র্ক পোস্ট।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন সাহসী ক্রিকেটার তামিম ইকবাল। শুক্রবার (১০ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি।

যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে। তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তার পরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যেকোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে।

পোস্টে তিনি আরও লিখেছেন, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে। আমাকে এখনও উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি। ২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তার পরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান। তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি।

পরিবার নিয়ে তিনি লিখেছেন, আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনও আমাকে সরাসরি বলেনি। কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়। ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।

বলা বাহুল্য, এর আগে ২০২৩ সালের জুলাইতে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম। তার একদিন পরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তিনি ফের ক্রিকেটে ফেরার ঘোষণা দেন। কিন্তু নাটকীয়ভাবে আর কখনো আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি তামিমের।

সিলেটের অবিশ্বাস্য জয়ে ঢাকার টানা ষষ্ঠ হার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ
সিলেটের অবিশ্বাস্য জয়ে ঢাকার টানা ষষ্ঠ হার

এবার ১৯৪ রানের লক্ষ্য দিয়েও জয়ের দেখা পেল না ঢাকা ক্যাপিটালস। নড়বড়ে শুরুর পরও দারুণ দৃঢ়তায় সে লক্ষ্য ৮ বল ও ৩ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। এর মাধ্যমে চতুর্থ ম্যাচে এসে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেল দলটি, আর টানা ষষ্ঠ হারে পর্যবসিত হয়েছে চিত্রনায়ক শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের মধ্যেই ৪২ রানে ৩ উইকেট খুইয়ে বসে সিলেট। তবে দুইশর বেশি স্ট্রাইকে ব্যাট করে সিলেটের তরী ভাসিয়ে রাখেন উইকেটকিপার-ব্যাটার জাকির হাসান। ৭ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করে সিলেটের জয়ের ভিত রচনা করে দেন তিনি।

এর সঙ্গে শেষদিকে রনি তালুকদার (২০ বলে ৩০), জাকের আলী (১৭ বলে ২৪) এবং আরিফুল হকের (১৫ বলে ২৮*) ছোট তবে কার্যকরী ইনিংসগুলোতে চড়ে জয়ের দেখা পেয়ে যায় চায়ের দেশের দলটি।

ঢাকার পক্ষে ফরমানউল্লাহ এবং শুভম রঞ্জনে দুটি করে উইকেট শিকার করলেও শেষ পর্যন্ত তা কাজে আসেনি।

এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা। প্রথম ওভারেই ওপেনার তানজিদ হাসানকে (৬) হারায় দলটি। সে ধাক্কার পরই শুরু হয় লিটন-মুনিমের তাণ্ডব। দ্বিতীয় উইকেটে তারা দুজন মিলে ৮৮ বলে তুলেছেন ১২৯ রান।

১৬তম ওভারে রাকিম কর্নওয়ালের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ৪৩ বলে ১০ চার এবং ১ ছক্কায় ৭৩ রান করেন লিটন। এখন পর্যন্ত চলটি বিপিএলে এটাই তার সর্বোচ্চ ইনিংস।

এই ওপেনারকে সঙ্গ দেওয়া মুনিম শাহরিয়ার ৪৭ বলে করেছেন ৫২ রান। তার ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কার মার।

শেষদিকে সাব্বির রহমানের ১০ বলে ৩ ছক্কায় ২৩ এবং অধিনায়ক থিসারা পেরেরার ৯ বলে ২ চার ও ১ ছক্কায় করা ১৮ রানের দুটি ক্যামিওতে ১৯৩ রানে পৌঁছায় ঢাকার ইনিংস। তবে শেষ পর্যন্ত এই রানও টুর্নামেন্টে ঢাকার প্রথম জয়ের জন্য যথেষ্ট হয়নি।

পাইকগাছার গদাইপুরের চরের বিলে খাসখাল পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
পাইকগাছার গদাইপুরের চরের বিলে খাসখাল পুনরুদ্ধারের লক্ষ্যে প্রতিবাদ সমাবেশ

খুলনার পাইকগাছায় আজ (১০ জানুয়ারি) বিকাল ৪টায় গদাইপুর বাজারে পাইকগাছা উপজেলা জাতীয় সম্পদ রক্ষা বাস্তবায়ন কমিটির ব্যানারে মুহাঃ আমিনুল ইসলাম (কাজল) এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য ও জামাত নেতা মাওঃ আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা যুবদলের সাবেক নেতা কাজী ইশতিয়াক আহমেদ (এস্তোফা)।

এ সময় আরো উপস্থিত ছিলেন অ্যাডঃ কাজী সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ ফারুক, আনিচুর রহমান মোড়ল,কাজী সিফাত উল্লাহ, শেখ মোঃ হামিদ, মোঃ ফজর আলী সরদার,আব্দুল ওহাব শেখ, মোঃ শাহজাহান মোড়ল,মোঃ কাইয়ুম মল্লিক, মোঃ আব্দুল্লাহ সানা, মাহবুর গাজী ও মজিদ মোড়ল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন বর্ষার মৌসুম শুরুর আগেই খাসখাল গুলো পুনরায় খনন করা প্রয়োজন। আগামীতে এই খাসখাল গুলো পুনরুদ্ধারের জন্য বিভিন্ন কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে প্রশাসনের নিকট থেকেও সহযোগিতা নেওয়া হবে।