খুঁজুন
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

জুলাই গণহত্যার ডাটা সংরক্ষণে বিটিআরসিকে ট্রাইব্যুনালের নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ণ
জুলাই গণহত্যার ডাটা সংরক্ষণে বিটিআরসিকে ট্রাইব্যুনালের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘঠিত গণহত্যা সম্পর্কিত ডাটা, বিবরণ, তথ্যসহ এ সংক্রান্ত নথি আলাদাভাবে সংরক্ষণে বিটিআরসি-এনটিএমসিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

একইসঙ্গে জুলাই গণহত্যার সমন্বিত তদন্তের স্বার্থে তদন্ত সংস্থাকে সহযোগিতা করতে মোবাইল অপারেটরস এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরকে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ আদেশের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

মো: আলীমুজ্জামান অর্জন করলেন Leadership Excellence Award 2024

মোঃ হাসানুজ্জামান ,বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ
মো: আলীমুজ্জামান অর্জন করলেন Leadership Excellence Award 2024

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক স্বচ্ছতা বৃদ্ধিতে অসামান্য অবদান রাখার স্বীকৃতি স্বরুপ “Leadership Excellence Award 2024” অর্জন করেছেন দ্যা রিয়েল কনসালটেন্ট-এর লিড কনসালটেন্ট মো: আলীমুজ্জামান।

Global Star Communication আয়োজিত এই পুরস্কার তার নেতৃত্বে ভ্যাট সচেতনতা বৃদ্ধির নিরলস প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। মো: আলীমুজ্জামান দীর্ঘদিন ধরে ভ্যাট প্রদানের প্রক্রিয়া সহজতর করতে বিভিন্ন সেমিনার, প্রশিক্ষণ ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এছাড়া তার উদ্যোগে চালু হওয়া অনলাইন পোর্টাল “ভ্যাটবন্ধু নিউজ” ভ্যাট সংক্রান্ত তথ্যের নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে।

ভবিষ্যতে “মিশন ২০৩০” বাস্তবায়নের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে তার পরিকল্পনায় রয়েছে কাস্টমাইজড প্রশিক্ষণ ব্যবস্থা এবং সেক্টরভিত্তিক গাইডলাইন প্রণয়ন।

এই অর্জনের মাধ্যমে তিনি দেশের ভ্যাট ব্যবস্থার উন্নয়নে আরও বড় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা।

১৭ জানুয়ারি ২০২৫ হোটেল হলিডে ইন এ উক্ত Leadership Excellence Award 2024-এর অনুষ্ঠানে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট তানভীর আরাফাত।

অনুষ্ঠানটি পরিচালনা করেন Global Star Communication-এর সিইও শামীম রেজা। এ সময় মো: আলীমুজ্জামানের অর্জনকে দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।

যানজট নিরসনে সর্বদা তৎপর

গণপরিবহনে শৃঙ্খলায় টিকিট কাউন্টার স্থাপনের পরিকল্পনা মালিক সমিতির

মোঃ হাসানুজ্জামান, বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
গণপরিবহনে শৃঙ্খলায় টিকিট কাউন্টার স্থাপনের পরিকল্পনা মালিক সমিতির

সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনয়ন ও ঢাকা মহানগরীর যানজট নিরসনে বৃহত্তর মিরপুর অঞ্চলের পরিবহনের মালিক, চালক ও চালকের সহকারীদের সঙ্গে সচেতনতামূলক আলোচনা সভা করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ১ এর ৮ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব সাইফুল আলম বলেন, ‘যুগের পর যুগ ঢাকার গণপরিবহন বিশৃংখল পরিস্থিতিতে চলছে। আমরা এই নৈরাজ্যের পরিবর্তন চাই। এ জন্য ঢাকার গণপরিবহন আধুনিকায়নে ভবিষ্যৎ পরিকল্পনা করবো। যে পরিকল্পনা আমরাদের সামনের দিকে এগিয়ে যাবে।’

তিনি বলেন, ‘সড়কে যত্রতত্র পার্কিং করার দায়ে পুলিশ গণপরিবহনের বিরুদ্ধে মামলা দেয়। কিন্তু শহরে বাস রাখার জন্য পর্যাপ্ত জায়গা নেই। যাত্রী ওঠানামা করার জন্য পর্যাপ্ত স্ট্যান্ড নেই। আমরা চাই গাড়ি স্ট্যান্ড করার জন্য একটি নির্দিষ্ট জায়গা থাকবে এবং সেই জায়গাটিতে গাড়ি থামবে এবং সে জায়গাগুলো পুলিশ এবং আমাদের লোকজন দেখাশোনা করবে।’

কাউন্টার সিস্টেম না থাকায় যত্রতত্র যাত্রী গণপরিবহনে ওঠানামা করায় নগরে যানজট সৃষ্টি হয় জানিয়ে সাইফুল আলম বলেন, ‘কাউন্টার সিস্টেম থাকলে একটা নির্দিষ্ট জায়গা থেকে যাত্রী ওঠানামা করতে পারবেন। ফলে যত্রতত্র যাত্রী ওঠানামা এবং গাড়ি পার্কিং বন্ধ হবে। আর সড়কের ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না। এর নিয়মগুলো মানলে আমাদের গণপরিবহনের শৃঙ্খলা আসবে।’

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) আবু সুফিয়ান বলেন, ‘পরিবহণে শৃঙ্খলা ফেরাতে এমন সচেতনতামূলক আলোচনা সভা জরুরি ভূমিকা রাখতে পারে। কেননা সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে চালকদের মধ্যে আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। এই ধরণের সভা তাদের সচেতন করার ক্ষেত্রে ভূমিকা রাখে।’

মালিক-শ্রমিকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, ‘সড়কে সৃঙ্খলা ফেরাতে মালিক শ্রমিকদের সঙ্গে কাজ করতে সব সময় ট্রাফিক বিভাগ প্রস্তুত। কারণ ছাড়া পরিবহণের বিরুদ্ধে মামলা দেয়া আমাদের কখনোই উদ্দেশ্য নয়। মামলা দেয়া হয় যাতে পরবর্তীতে একই ভুল না করে। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে-একই ভুল আমরা বার বার করছি। এতে করে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মনে করি সবাই মিলে কাজ করলে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।’

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেনের সভাপতিত্ব ও সংগঠনটির দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদের সঞ্চালনায় সচেতনতামূলক সভায় ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর ও মোহাম্মদপুর) রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য দেন।

সিরাজগঞ্জে “তারুণ্যের উৎসব” উপলক্ষ্যে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,, সিরাজগঞ্জঃ
প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
সিরাজগঞ্জে “তারুণ্যের উৎসব” উপলক্ষ্যে আন্তঃ উপজেলা ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া  মন্ত্রণালয় আয়োজিত জেলা প্রশাসনের বাস্তবায়নে, “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”, এই শ্লোগান নিয়ে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে সিরাজগঞ্জে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের খেলার শুভ উদ্বোধন করা হয়।

জেলার সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, কাজিপুর, রায়গঞ্জ, উল্লাপাড়া, তাড়াশ, শাহজাদপুর, বেলকুচি,  চৌহালী এই নয় উপজেলা আন্তঃ উপজেলা ভলিবল টূর্নামেন্টে অংশ গ্রহণ করে।

নকআউট পদ্ধতিতে এ ভলিবল টুর্নামেন্ট শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৯ টার দিকে সিরাজগঞ্জ পৌরশহরের শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে উক্ত ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় প্রমুখ।

এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, সহকারী কমিশনার ফজলে রাব্বি, জেলা ক্রীড়া অফিসার নুরে এলাহী, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনে মনোনয়ন প্রত্যাশী সংগ্রামী জননেতা নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, ভলিবল সংগঠক রাশেদ কবীর চান্দু, ক্রীড়া সংগঠক আলামিন।

খেলা পরিচালনা করেন, রেফারি আব্দুল্লাহ আল মামুন ও ক্রীড়াবিদ হাফিজুর রহমান হাফিজ এবং খেলার ধারাবর্ণনায় উল্লাপাড়া উপজেলার গজাইল অনার্স কলেজের প্রভাষক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ও মোঃ হামিদুল হক খোকন।

এ আন্তঃ উপজেলা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী দিনে খেলায় কাজিপুর উপজেলা প্রথম খেলায় রায়গঞ্জ উপজেলাকে ২-০ সেটে পরাজিত করে এবং অপর খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা ২-১সেটে শাহজাদপুর উপজেলাকে পরাজিত করেছে।