ঢাবি ক্যাম্পাসে গাছ থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় মিলেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ভবনের বিপরীত পাশে একটি গাছ থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় মিলেছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ বলছে,ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলন, নিহত ব্যক্তির নাম আবু সালেহ। কেরানীগঞ্জের বাসিন্দা আবু সালেহের বয়স ৪৫ বছর।
ডিসি মাসুদ আলম বলেন, ওই ব্যক্তির সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পাশাপাশি তাঁর আঙুলের ছাপ নিয়েও এনআইডি সার্ভারের সঙ্গে মিলিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ডিসি মাসুদ বলেন, আবু সালেহ ভবঘুরে প্রকৃতির লোক ছিলেন।
ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলছিল এক ব্যক্তির মরদেহ
তবে কীভাবে তিনি মারা গেলেন তা জানাতে পারেননি ডিসি মাসুদ। তিনি বলেন, সালেহের মৃত্যু কীভাবে হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন