খুঁজুন
শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন, ১৪৩১

বিলসের গবেষণা

পেনশন প্রকল্পে আগ্রহ নেই ৯৯% পোশাক শ্রমিকের

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ণ
পেনশন প্রকল্পে আগ্রহ নেই ৯৯% পোশাক শ্রমিকের

সর্বজনীন পেনশন স্কিমে পোশাক শ্রমিকদের অন্তর্ভুক্তিতে আশানুরূপ সাড়া মিলছে না। দেশের অর্থনীতির অন্যতম খাত পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের মাত্র ১ শতাংশ এ স্কিমের আওতায় এসেছেন, বাকি ৯৯ শতাংশই এতে আগ্রহী নন।

তৈরি পোশাক খাতে শোভন কাজ নিশ্চিতকরণে সামাজিক সংলাপ প্রকল্পের অংশ হিসেবে পরিচালিত ‘‌সর্বজনীন পেনশন স্কিম: বাংলাদেশে তৈরি পোশাক কর্মীদের সামাজিক সুরক্ষার সম্ভাব্য সুযোগ অনুসন্ধান’ শীর্ষক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি সংস্থা মন্ডিয়াল এফএমভির সহযোগিতায় এ গবেষণা পরিচালনা করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিলস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে গবেষণাপত্রটি উপস্থাপন করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বর-ডিসেম্বর পর্যন্ত ঢাকা মহানগরীর ১০০ নারী ও ১০০ পুরুষ পোশাক শ্রমিকের ওপর এ গবেষণা পরিচালনা করা হয়।

গবেষণায় দেখা গেছে, তৈরি পোশাক খাতের মাত্র ১ শতাংশ শ্রমিক সর্বজনীন পেনশন স্কিমে (প্রগতি) যুক্ত হয়েছেন। এছাড়া দেশের মোট কর্মক্ষম মানুষের মধ্যে ৩ লাখ ৭২ হাজার জন সামাজিক সুরক্ষার অন্যান্য স্কিমের সঙ্গে যুক্ত।

বিশেষজ্ঞরা বলছেন, নিম্ন আয়, চাকরির অনিশ্চয়তা ও সরকারি কাঠামোর প্রতি অনাস্থার কারণে সর্বজনীন পেনশন স্কিমে শ্রমিকদের অংশগ্রহণ কম। ফলে শ্রমজীবী জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনার লক্ষ্যে নেয়া এ উদ্যোগ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না।

গবেষণায় প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করে শ্রম সংস্কার কমিশনের কাছে বেশকিছু সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সুরক্ষা স্কিমে ন্যূনতম প্রিমিয়ামের পরিমাণ কমিয়ে আনা, প্রতিষ্ঠান ও তার শ্রমিকদের বাধ্যতামূলক অংশগ্রহণ নিশ্চিত করা এবং সরকারকে স্কিমের সঙ্গে যুক্ত করাসহ সরকারি কাঠামোগুলোকে আস্থার জায়গায় ফিরিয়ে আনা।

বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশ লেবার ফেডারেশনের নির্বাহী পরিচালক একেএম আশরাফ উদ্দিন বলেন, ‘‌সর্বজনীন পেনশন স্কিম পরিচালনার ক্ষেত্রে সবার আস্থা অর্জনই অন্যতম চ্যালেঞ্জ। ‌যেখানে চাকরির নিরাপত্তা নেই, সেখানে কোনো শ্রমিক এ স্কিমে যুক্ত হতে আগ্রহী হবে না।’

শ্রম অধিদপ্তরের পরিচালক শামীমা সুলতানা বারির মতে, সর্বজনীন পেনশন স্কিম তখনই যথাযথ অবদান রাখতে পারবে, যখন শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় করা যাবে।

সামাজিক সুরক্ষায় নেয়া এ ধরনের পেনশন স্কিম প্রণয়নের ক্ষেত্রে সব অংশীজনের অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেন আইএলওর ইআইএস প্রজেক্টের চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার সৈয়দ সাদ হোসেন জিলানী। তিনি বলেন, ‘‌আইএলও সব সময়ই সামাজিক সংলাপকে গুরুত্ব দিয়ে আসছে।’

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মো. মতিউর রহমান বলেন, ‘‌আমরা এতদিন কারখানাগুলোর অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে বিশেষভাবে মনোযোগী ছিলাম, তবে এখন শ্রমিকদের সামাজিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেয়ার সময় এসেছে।’

প্রস্তাবিত স্কিমে বিভিন্ন ধরনের দুর্বলতা রয়েছে বলে মনে করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী সভাপতি মো. মহিউদ্দিন খান।

সভায় শ্রম সংস্কার কমিশনের সদস্য একেএম নাসিম বলেন, ‘‌পেনশন স্কিমের ব্যবস্থাপনায় আরো স্বচ্ছতা আনা প্রয়োজন।’

সামাজিক সুরক্ষা স্কিমগুলোর মধ্যে সমন্বয় করার ওপর গুরুত্বারোপ করেন শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ।

বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঢাকা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ
বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ঢাকা ব্যাংক চেয়ারম্যানের মতবিনিময়

সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংক এসোসিয়েশন এর চেয়ারম্যান, পূর্বানী গ্রুপের চেয়ারম্যান, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান ও
বাংলাদেশ টেনিস ফেডারেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল হাই সরকার।

শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা আমাদের বেলকুচির মানুষ সবাই সুস্থ ও সামাজিক নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন এবং এমন সংবাদ পরিবেশন করবেন না যাতে আমাদের এলাকার ক্ষতি হয়। এমন সংবাদ পরিবেশনের বিষয়ে লক্ষ রাখান আহ্বান জানান। 

বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ জামাল উদ্দিন ভূইয়া, বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রেসক্লাবের সকল সাংবাদিকসহ গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। এর আগে তাকে প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক তাকে স্বাগত জানানো হয়।

বেলকুচিতে মন্দির থেকে চুরির প্রতিমা ও স্বর্নসহ আরিফকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

রেজাউল করিম স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ
বেলকুচিতে মন্দির থেকে চুরির প্রতিমা ও স্বর্নসহ আরিফকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জের বেলকুচির দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির থেকে গতমাসে চুরি হওয়া ৩টি পিতলের প্রতিমা ও স্বর্ন উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এসময় চুরির দায়ে  হামিদুল ইসলাম ওরফে আরিফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 
গতকাল শুক্রবার (২১ফেব্রুয়ারি) রাতে উপজেলার বৈলগাছি গ্রামে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু শেখের ছেলে। 

বেলকুচি থানার ওসি মো: জাকেরিয়া হোসেন বলেন, গতমাসে ওই মন্দির থেকে পিতলের প্রতিমা ও স্বর্ন চুরির ঘটনা ঘটে। এঘটনায় মামলা হবার পর থেকেই আমরা চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধারে তৎপরতা শুরু করি। এরপর গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে আরিফের শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে তার শ্বশুরবাড়ি থেকেই চুরি হওয়া সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
এবার শামীম-তানিয়ার ছবি ভাইরাল

ছোটপর্দার জনপ্রিয় দুই তারকা শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টির বিয়ের বিয়ের গুঞ্জনে ব্যস্ত নেটিজেনরা। সম্প্রতি দুজনের একটি ভাইরাল ছবি গুঞ্জনকে উষ্কে দিয়েছে। ছবিটিতে শামীম ও বৃষ্টি বিয়ের পোশাকে পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) শামীম একটি ফেসবুকে ছবিটিপোস্ট করেছেন। এরপর থেকে বাতাসে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের খবরটি।

শামীম তার পোস্টে কোনো ক্যাপশন না থাকায় অনেকেই ধরে নেন, এ দুই তারকা বিয়ে করেছেন।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা বিয়ের শুভেচ্ছা জানাতে শুরু করেন।

তবে বিয়ের খবর দ্রুত ভাইরাল হতে শুরু করলে সে পোস্টের কমেন্ট বক্সে নিজের মতামত জানান শামীম।

তিনি বলেন, ‘অভিনন্দন এবং শুভ কামনা জানানোর জন্য আপনাদের ধন্যবাদ। এটা আমাদের নতুন নাটকের শুটিংয়ের ছবি। চিয়ারস।’

অভিনয় ক্যারিয়ারে একসঙ্গে জুটি গড়ে অসংখ্য নাটকে কাজ করেছেন শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি। ব্যক্তিগত জীবনে তারা একে অন্যের ভালো বন্ধু।

অনেকদিন থেকেই অভিনেত্রী অহনার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল শামীমের। অন্যদিকে অভিনেতা আরশ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল তানিয়া বৃষ্টির।