আমিনুলই আবার বিসিবি সভাপতি, সহসভাপতি কারা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবার ৪ বছরের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে সহ-সভাপতি হিসেবেও বিনা ভোটে নির্বাচিত হয়েছেন সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচনের পর জানা যায় ২৫ জন নতুন পরিচালকের নাম। পরে এই পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি ও দুজন সহ-সভাপতি।
বিসিবির ২০তম সভাপতি হলেন বুলবুল।
সভাপতি ও সহ-সভাপতি পদে অবশ্য ভোটের প্রয়োজন পড়েনি। কারণ সভাপতি পদে বুলবুল ছাড়া আর কেউ মনোনয়নপত্র তোলেননি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
একইভাবে ক্যাটাগরি-১ থেকে পরিচালক হওয়া শাখাওয়াত ও ক্যাটাগরি-২ থেকে ফারুক আহমেদ ছাড়া আর কেউ সহ-সভাপতি পদে মনোনয়নপত্র তোলেননি। তাই তারা দুজনও বিনা ভোটেই সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।
এর গত ৩০ মে প্রথমবার বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেন বুলবুল। তখন তিনি বলেছিলেন, কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলার লক্ষ্য নিয়ে এসেছেন। তবে ৪ মাসের অন্তর্বর্তীকালীন দায়িত্ব শেষে এবার নির্বাচন করে ৪ বছরের পূর্ণ মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পেলেন সাবেক এই অধিনায়ক।
বুলবুল দায়িত্ব নেওয়ার ঠিক আগে প্রায় ৯ মাসের জন্য বিসিবি সভাপতি ছিলেন ফারুক। এবার আগামী ৪ বছরের জন্য সহ-সভাপতি হিসেবে দেখা যাবে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া শাখাওয়াত হোসেন এবারই প্রথম বিসিবির পরিচালক হয়েছেন। তবে গত কিছু দিন আগে বুলবুলের ক্রিকেট পর্যটন বিষয়ক উপদেষ্টা হিসেবে বোর্ডে কাজ করেছিলেন বরিশাল বিভাগ থেকে আসা এই পরিচালক।





আপনার মতামত লিখুন