খুঁজুন
মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র, ১৪৩১

পাইকগাছায় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ রেজাউল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ
পাইকগাছায় দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জাঁকজমক পূর্নভাবে র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে “দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকা” এর ১০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

দেশজুড়ে পাঠকের ভালোবাসায় সিক্ত দেশের অন্যতম শীর্ষ দৈনিক ঢাকা প্রতিদিন। সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে সব সীমাবদ্ধতা জয় করার প্রত্যয় ব্যক্ত করে ঢাকা প্রতিদিন এক দশক পেরিয়ে ১১তম বর্ষে পদার্পণ করলো।

এ উপলক্ষ্যে সোমবার সকালে র‍্যালি শেষে পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক যুগান্তর পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য, জি এম মিজানুর মিজান এর সভাপতিত্বে র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।

রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা প্রতিদিন পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান হোসেন, ঢাকা প্রতিদিন পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মোক্তার হোসেন, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, কোষাধক্ষ্য ফিরোজ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সদস্য আনায়ারুল ইসলাম, জহুরুল হক, মাজাহারুল ইসলাম মিথুন, কাজী সোহাগ, বিএনপি নেতা সাইফুল ইসলাম তারেক, ইসরাফিল মোড়ল, সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম, হাসনা হেনা, বুলবুল আহমেদ, সুমন আহমেদ, মিনারুল ইসলাম, মোঃ মিঠুসহ সহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ।